হায়দার হোসেন, গোপালগঞ্জ: সেইলর-বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশপের গোপালগঞ্জ ভেন্যুর উদ্বোধনী খেলায় বরিশাল জেলা দল ৬-১ গোলে হারিয়েছে শরীয়তপুর জেলা দলকে।
বৃহষ্পতিবার বিকেল ৪টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ৯০ মিনিটের খেলার প্রথমার্ধের ১১ মিনিটে শরীয়তপুরের ফরোয়ার্ড রানা এক গোল করে দলকে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের একচেটিয়া খেলে বরিশালের রাকিব একটি, মেহরাব একটি ও হৃদয় হ্যাট্রিকসহ চার গোল করেন।
এর আগে বিকেল সাড়ে ৩টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম বি সাইফ (বি মোল্লা)। এছাড়াও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. ফিরোজুল আহসান, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি জেহাদ খান, সহ-সভাপতি জমিসউদ্দীন খসরু, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মানি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলী নাঈম খানসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে সারাদেশে আটটি ভেন্যুতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। গোপালগঞ্জ ভেন্যুতে খেলবে বরিশাল, মুন্সীগঞ্জ, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ দল।