রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গুডহেল্থ হসপিটালের আয়োজনে বৃহত্তর রংপুর জেলার শতাধিক ঠোঁটকাটা এবং তালুকাটা রোগীর বিনা পয়সায় প্লাস্টিক সার্জারি অপারেশন করা হয়েছে। বেসরকারি সংস্থা এস্মাইল ট্রেনের সহযোগিতায় দেশের বিশিষ্ট সার্জনগণ এই ঠোঁটকাটা এবং তালুকাটা রোগীদের অপারেশন করেন।

গুডহেল্থ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: সৈয়দ মামুন অপারেশন প্রসঙ্গে বলেন, ২০১২ সালের সেপ্টেম্বর থেকে শুধুমাত্র দরিদ্ররোগীদের পরিবারে হাসি ফুটানোর লক্ষ্য নিয়ে তারা প্রতিমাসে দরিদ্র ঠোঁটকাটা এবং তালুকাটা রোগীদের বিনা পয়সায় অপারেশন করে যাচ্ছেন। এ পর্যন্ত তারা ১৯টি ক্যাম্পের মাধ্যমে শিশু-কিশোর থেকে শুরু করে ৯৭০জন বিভিন্ন বয়সের রোগীকে সফলভাবে অপারেশন করেছেন।
ঢাকার প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা: শহীদুল বারি ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ দলের নেতৃত্বে এই অপারেশনগুলো সম্পন্ন হয়েছে। এ ছাড়া অতিদরিদ্রদের জন্য ওষুধও বিনা পয়সায় দেওয়া হয়।
বাংলাদেশের একমাত্র সমবায়ী হসপিটাল গুডহেল্থ হসপিটাল প্রতিমাসে নিয়মিত এই ক্যাম্প পরিচালিত করে আসছে।