টুঙ্গীপাড়ায় ১৫ লাখ টাকা ছিনতাই

হায়দার হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বৃহস্পতিবার দুপুরে সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে ১৫ লক্ষ টাকা ছিনতাই হয়েছে।

এ ঘটনায় পারঝনঝনিয়া গ্রামের মো. আসলাম শেখ শ্রীরামকান্দি গ্রামের আ. খালেক মোল্লার ছেলে তরিকুল ইসলামকে (৩৩) প্রধান আসামী করে টুঙ্গীপাড়া থানায় মামলা করেছেন।

মামলা বিবরণে জানা গেছে, বাদী মোঃ আসলাম শেখ একটি জমি কেনার জন্য ১৫ লাখ টাকা  নিয়ে ব্যক্তিগত প্রাইভেট গাড়িতে করে টুঙ্গীপাড়া সাব-রেজিষ্ট্রি অফিসে আসেন। সাব-রেজিষ্ট্রি অফিসের কাজ শেষ করে গাড়ি থেকে টাকার ব্যাগ নিয়ে অফিসের সামনে গেলে তরিকুল ইসলামসহ অজ্ঞাত আরো ৫/৬ জন তাকে মারপিট করে টাকার ব্যাগ  ছিনিয়ে  নিয়ে যায়।

এ ব্যাপারে টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হক জানিয়েছেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মামুনুর রশীদ শিকদার একটি বাড়ি একটি খামার প্রকল্পের শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী মামুনুর রশীদ শিকদার একটি বাড়ি একটি খামার প্রকল্পের বর্ষাপাড়া গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি হিসেবে উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল মামুনুর রশীদ শিকদারের হাতে ক্রেস্ট তুলে দেন। এসময় একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সম্বন্বয়কারী মাসুম হুসাইন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মামুনুর রশীদ শিকদার বর্ষাপাড়া সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি।

কোটালীপাড়ায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শুক্রবার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে কোটালীপাড়া রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ ও শিল্পকলা একাডেমি এ সভার আয়োজন করে।

আলোচনা সভায় শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলিপ ভাবুক, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের প্রভাষক তাসলিমা সুলতানা মিলি, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল, সাবেক প্রধান শিক্ষক সহদেব বৈদ্য, শিল্পকলা একাডেমির সদস্য সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমি ও রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের শিল্পীদের সম্বন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।