রংপুর থেকে জয়নাল আবেদীন: তিন দফা দাবিতে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্বর্ণশিল্পীরা। শনিবার দুপুরে মহানগর স্বর্ণশিল্পী সমিতির আয়োজনে স্বর্ণশ্রমিকরা কাজ বন্ধ রেখে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তারা নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, সর্বনিম্ন ৮ হাজার টাকা মজুরি নির্ধারণ, সমপরিমান উৎসব ভাতা প্রদান, চিকিৎসা ভাতা এবং চুক্তিভিত্তিক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জানান।