নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫ম শ্রেণির ছাত্র হত্যাকাণ্ডের সংগে জড়িত থাকার সন্দেহে ২ জনেক অাটক করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টায় নাচোল থানা পুলিশ শিংরোল গ্রামে অভিযান চালিয়ে মুনসুর অালীর ছেলে নুরুল ইসলাম তাবু ও অাব্দুল্লাহ অাল অাহম্মেদ রাজুকে অাটক করে থানা নিয়ে অাসে।
নাচোল থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য অাটক করা হয়েছে।
এর আগে গত ২৯ জুন একই গ্রামের মুক্তার হোসেনের ছেলে ৫ম শ্রেণির ছাত্র মোবারককে রাতে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয় এবং তার অর্ধ গলিত লাশ ৩ জুলাই পুলিশ উদ্ধার করে ।