বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে এবার মধুসুধন বিশ্বাস (৫৫) নামে এক কৃষককে বেপরোয়া কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। তাকে আশংকাজনক অবস্থায় ফকিরহাট হাসপাতাল থেকে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ধর্মীয় অনুষ্ঠান থেকে বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি ফেরার পথে মুলঘর ইউনিয়নের গোয়াবাড়ী এলাকায় ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এর আগের রাতে চুলকাঠিতে গোপাল নন্দী নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। তাকে গুলিবিদ্ধ অবস্থায় খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। এর কয়েকদিন আগে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণপদ দাশকে একদল সন্ত্রাসী বেধড়ক মারপিট করে মৃত্যু নিশ্চিত জেনে ফেলে পালিয়ে যায়। আজও তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।