সুন্দরবনে এবারও বিষ দিয়ে মাছ শিকার, মৎস্য সম্পদ হুমকিতে

বাগেরহাট প্রতিনিধি: এবারও সুন্দরবনের নদী-খালে বিষ দিয়ে মাছ শিকার শুরু হয়েছে। উচ্চমাত্রার কীটনাশক দিয়ে মাছ শিকারের ফলে সুন্দরবনের জীব-বৈচিত্র ও মৎস্য সম্পদ চরম হুমকির মুখে পড়ছে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি প্রতিবছরের মতো সুন্দরবনের বিভিন্ন নদী-খালে বিষ প্রয়োগে মাছ শিকার করছে।

সুন্দরবন থেকে ফিরে আসা স্থানীয় জেলেরা জানান, শরণখোলা রেঞ্জ সংলগ্ন মরা ভোলা নদীর টাকার খালে বিভিন্ন প্রকারের কীটনাশক প্রয়োগ করে মাছ শিকার করা হয়েছে। এতে খালের বিভিন্ন প্রজাতির মাছের পোনা মরে ভেসে উঠতে থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী জেলেরা বলেন, অসাধু চক্র টাকার খালে বিষ দিয়ে বৃহস্পতিবার সারারাত মাছ শিকার করেছে। ওই খাল থেকে ৭-৮ টি বস্তায় প্রায় ৪-৫ মন মাছ ঐ রাতেই শরণখোলা থেকে নছিমনে (টমটম) খুলনায় চালান করে দেওয়া হয়েছে। অতিরিক্ত মুনাফার লোভে দীর্ঘদিন ধরে একটি চক্র বিষ দিয়ে মাছ শিকার করে আসছে।

শরণখোলা বাজার মৎস্য আড়ৎ ব্যবসায়ীরা জানান, প্রতিবছরের মত এবছরেও একাধিক চক্র সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে বিষ দিয়ে মাছ ধরার জন্য সক্রিয় হয়ে উঠেছে। তবে বনবিভাগের টহল থাকা সত্বেও রেঞ্জ সংলগ্ন খালে বৃহস্পতিবার রাতে এমন ঘটনা ঘটায় টহল নিয়ে প্রশ্ন তুলেছে আড়ৎ ব্যবসায়ীরা। সুন্দরবনের সুরক্ষার সাথে জড়িত শেখ নজরুল ইসলাম বলেন, ‘এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে সুন্দরবনের নদী-খালের মাছের পাশাপাশি জীববৈচিত্র হুমকির মুখে পড়বে’।

এ ব্যাপারে পূর্ব সুন্দরবনের সহিদুল ইসলাম জানান, বিষ প্রয়োগে মাছ ধরা কখনোই সহ্য করা হবে না। এই চক্রকে ঠেকাতে বনবিভাগ সচেষ্ট রয়েছে। তবে কোনও বন কর্মকর্তার যোগসাজসে এ ঘটনা ঘটে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।