আন্দোলনের মুখে রংপুর নার্সিং কলেজ ২৪ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা

রংপুর থেকে জয়নাল আবেদীন: অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রংপুর নার্সিং কলেজ ২৪ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তপক্ষ। অতিরিক্ত ফি আদায় বন্ধ এবং অথর্ আত্মসাতের অভিযোগে তিন নার্সিং ইন্সট্রাক্টরের স্থায়ীভাবে অপসারণের দাবিতে রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা গত ৫দিন থেকে ক্লাস বর্জন করে বিক্ষোভ করে আসছে। ফলে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় রোববার দুপুরে জরুরি বৈঠক করে কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ।

RANGPUR NURSING COLLEGE 02
রংপুর নার্সিং কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা

রোববার সকালে ক্লাস রুম থেকে বেরিয়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বেলা ২ টা পযর্ন্ত  বিক্ষোভ করে। এ সময় দাবি আদায়ে বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করে স্লোগান দেয় ।

কলেজটির তিন ইন্সট্রাক্টর খালেদা খান, রিজিয়া খাতুন ও রেহেনা বেগমের অপসারণের দাবিতে গত ৩০ জুন ক্লাশ বর্জন করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এরই মধ্যে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে অভিযুক্ত তিন ইন্সট্রাক্টরকে বাধ্যতামূলক ছুটি প্রদান করলেও ক্লাসে ফেরেনি  শিক্ষার্থীরা। তাদের দাবি স্থায়ীভাবে অপসারণ করতে হবে।