কাজী শাহেদ, রাজশাহী: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা বাইপাস সড়ক থেকে শনিবার এক কেজি হেরোইনসহ নাজমুল হক (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
নাজমুলের বাড়ি গোদাগাড়ি উপজেলার ভাটপাড়া গ্রামে।
নগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাজমুলকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, ভারত সীমান্ত দিয়ে এসব হেরোইন বিক্রির জন্য সে রাজশাহীতে নিয়ে এসেছিল।