মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি বলেছেন, ‘মানুষকে পুড়িয়ে হত্যার দায়ে খালেদা জিয়া আর কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করে বিধায় বিগত সংসদ নির্বাচনে সকল ভয়ভীতি উপক্ষো করে জনগণ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে নিরলসভাবে কাজ করতে হবে।’
তিনি শনিবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানে ২৫০ জন চা শ্রমিক পরিবারের মাঝে প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিটি পরিবারের মাঝে ৪ কেজি চাল, ১৫কেজি আটা, ১৫ কেজি আলু, ৬ কেজি ডাল, ৬ লিটার সয়াবিন তেল, ৬টি সাবান , ১টি শাড়ী ও ১টি করে লুঙ্গি প্রদান করা হয়।
সমাজকল্যাণ মন্ত্রী আরো বলেন, ‘শেখ হাসিনার সরকার চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। চা শ্রমিকদের দৈনিক মজুরি ২শ’ টাকা একনেক অনুমোদন করেছে। প্রতিটি চা বাগানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জুনিয়র স্কুল করার চিন্তাভাবনা চলছে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে যা কিছু করার দরকার সরকার তা করে যাচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অরবিন্দু সেন গুপ্তের পরিচালনায় অুনষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভুষন পাল, কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, চেয়ারম্যান সোয়েব আহমদ, আ’লীগ নেতা তাজ উদ্দিন লতা, ইমান উদ্দিন, সুব্রত দাস শিমুল, চা শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি নারায়ন কালোয়ার প্রমুখ।