পৌর মেয়রের দুর্নীতির প্রতিবাদে কাউন্সিলরদের বাজেট বয়কট

কাজী শাহেদ, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল ইসলামের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বাজেট অধিবেশন বয়কট করেছেন ছয়জন কাউন্সিলর। শনিবার এক সংবাদ সম্মেলন তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নারী কাউন্সিলর ইসমত আরা অভিযোগ করেন, গত ১০ মার্চ নওহাটা পৌর মেয়র আবদুর গফুর সরকারের লাশ উদ্ধার হওয়ায় মেয়রের দায়িত্ব নেন প্যানেল মেয়র-১ শফিকুল ইসলাম। এরপর থেকে তার পক্ষে থাকা কাউন্সিলদের নিয়ে অনিয়ম, দুর্নীতি চালিয়ে যাচ্ছেন।

ইসমত আরা অভিযোগ করেন শফিকুল ইসলাম তদন্তানাধীন প্রকল্পের বিল পরিশোধ ও ভুয়া ভাউচার তৈরির মাধ্যমে অর্থ অত্মসাৎ করে আসছেন। এ কারণে তারা বাজেট অধিবেশন বয়কট করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ মো. কামাল হোসেন, কাউন্সিলর শফিকুল ইসলাম, আবু সুফিয়ান, আবদুল হামিদ ও আজাহার আলী।

রাজশাহী জেলা জামায়াতের আমির গ্রেফতার

রাজশাহী জেলা জামায়াতের আমির আবদুল খালেক ও গোদাগাড়ী উপজেলা শিবিরের সভাপতি রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে গোদাগাড়ী থানা পুলিশ নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমন্তপুর ও মাটিকাটা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।