অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতায় শেরপুরের বড় জয়

হাকিম বাবুল, শেরপুর: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে সেইলর অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতায় নেত্রকোনা জেলাকে গোলবন্যায় ভাসিয়েছে শেরপুর জেলার ক্ষুদে ফুটবলররা।

শনিবার টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম খেলায় নেত্রকোনার বিপক্ষে ১০-০ গোলের বড় জয় পেয়েছে শেরপুর জেলা একাদশ। শেরপুরের পক্ষে স্ট্রাইকার জিহান একাই ডবল হ্যাট্রিক করেন। এছাড়া দলের পক্ষে শাহীন দুইটি, সুখন ও রেজুয়ান একটি করে গোল করে।

ছন্দময় ফুটবলের প্রদর্শনীতে পুরো খেলায় শেরপুরের ক্ষুদে ফুটবলাররা একতরফা প্রধান্য বিস্তার করে প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায়। বিরতির পর আরও ৫ গোল করে ১০-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে।

শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মানিক দত্ত জানান, আমাদের ছেলেরা আক্রমণাত্মক খেলা খেলে বড় জয় পেয়েছে। এ টুর্নামেন্টটির জন্য ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। কোচ জিন্নত আলীর তত্বাবধানে তারা দুই সপ্তাহ একনাগাড়ে অনুশীলন করেছে।

টাঙ্গাইল ভেন্যুতে ঢাকা বিভাগের ৮ টি জেলা দল নকআউট ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।