লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: মেঘনা নদীর ভয়াবহ ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার লুধুয়া বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত ওই মানববন্ধনে বাজারের ব্যবসায়ী, স্থানীয় ফলকন উচ্চ বিদ্যালয়, ছিদ্দিকিয়া দাখিল মাদরাসা ও ফয়জুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে একই দাবিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লা আল-মামুন। উপজেলা আ.লীগ সভাপতি একেএম নুরুল আমিন মাস্টারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট আনোয়ারুল হক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু, উপজেলা মহিলা আ.লীগ সভাপতি সাবিহা সুলতানা বানী, চরফলকন ইউপি চেয়ারম্যান এএনএম আশরাফ উদ্দিন, ফলকন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাকের, ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাবিব উল্যাহ বাহার, স্থানীয় ইউপি সদস্য মাস্টার শাহজাহান, মোস্তাফিজুর রহমান, মো. হানিফ, আ.লীগ নেতা নুরনবী বাঘা ও মোশারেফ হোসেন বাঘা প্রমুখ।
মেঘনার ভয়াবহ ভাঙনের মুখে পড়ে উপজেলার লুধুয়া বাজার, ফলকন উচ্চবিদ্যালয়, ছিদ্দিকিয়া দাখিল মাদরাসা ও ফয়জুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিস্তীর্ণ এলাকা এখন নদীগর্ভে বিলীন হওয়ার পথে। খুব শীঘ্রই ভাঙনরোধে কোনো উদ্যোগ গ্রহণ করা না হলে চলতি বর্ষা মৌসুমেই ওই বাজারসহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।