রতন সিং, দিনাজপুর: এবারের ঈদেও যাত্রীদের সুবিধার্থে পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুরের মধ্যে স্পেশাল ট্রেন চালুর সিন্ধান্ত হয়েছে।
দিনাজপুর স্টেশন মাস্টার মঞ্জুর কাদির জানান, এবারে ঈদ-উল ফিতর ঈদের আগে ও পরে পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুরের মধ্যে ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে। এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
স্পেশাল ট্রেন দুটি (আপ ও ডাউন) ১৫ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত এবং ঈদের পরে ২০ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত চলাচল করবে। পার্বতীপুর থেকে সকাল ৬টা ৪৫ মিনিটে ছেড়ে বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকায় পৌছাবে বিশেষ ট্রেনটি। এটি ঢাকা থেকে ছাড়বে বিকেল ৫টা ২০ মিনিটে। রাত ৩টায় এটি পার্বতীপুর রেলওয়ে জংশনে পৌঁছাবে।
ঈদের আগেও পরে মোট ১০ দিন বিশেষ ট্রেন চলাচল করবে। ইতোমধ্যে পার্বতীপুর রেলওয়ে জংশনে ট্রেন চলাচল সংক্রান্ত নোটিশ টাঙ্গানো হয়েছে।