কমলনগরে উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মো: ওয়াজি উল্যাহ জুয়েল: উম্মুক্ত জলাশয়ে বিল নার্সারী স্থাপন এবং মাছের পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরের কমলনগরে ৪টি খাল- চরফলকন, বোয়ালিয়া, মাতাব্বনগর এবং তুলাতুলিতে মাছ অবমুক্ত উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৪ আসনের (রামগতি-কমলনগর) সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আলমামুন।

news pic 06.07
কমলনগরে উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আলমামুন

কমলনগর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট মো.আনোয়ারুল হক, কমলনগর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা মো. কবির আহাম্মদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইব্রাহিম হামিদ শাহিন।