খাদিজার শিক্ষার দায়িত্ব নিলেন কলাপাড়ার সংসদ সদস্য

কলাপাড়া থেকে মিলন কর্মকার রাজু: খাদিজাকে আর বই কিংবা পোশাকের জন্য চিন্তা করতে হবে না। অসুস্থ শরীর নিয়ে তার বাবাকে সহায্যের জন্য কারো কাছে হাত পাততে হবে না। খাদিজার উচ্চ শিক্ষার স্বপ্নপূরনের দায়িত্ব নিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহাবুবুর রহমান তালুকদার। তিনি খাদিজার উচ্চ শিক্ষায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের বিশকানি গ্রামের ভ্যানচালক আলমাস প্যাদার মেয়ে খাদিজা এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। লেখাপড়ার প্রতি মেয়ের আগ্রহ ও ভালো ফলাফলে পরিবারের মুখে হাসি ফোটালেও আর্থিক সংকটে তার উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়ে তার বাবা-মা। ভ্যানচালক বাবা সাতশ’ টাকা ধার করে খাদিজাকে কলাপাড়া মহিলা কলেজে ভর্তি করেন। কিন্তু বই কেনা, কলেজে যাওয়ার জন্য মেয়ের পরিধেয় পোশাক দিতে পারেন নি তার বাবা। তাই রাস্তায় নেমেছেন মেয়ের উচ্চ শিক্ষার জন্য সহায়তা চেয়ে।

এ বিষযটি নিয়ে সোমবার বিভিন্ন অনলাইনসহ পত্রিকায় খবর প্রকাশ হলে সংবাদটি দেখে সংসদ সদস্য আলহাজ্ব মাহাবুবুর রহমান তালুকদার এই সহায়তার আশ্বাস দেন।

ঢাকা থেকে মুঠোফোনে সংসদ সদস্য আলহাজ্ব মাহাবুবুর রহমান তালুকদার এ প্রতিনিধিকে বলেন, যে পর্যন্ত লেখাপড়া করতে চায় তিনি খাদিজাকে সহায়তা করবেন। তাঁর উচ্চশিক্ষার স্বপ্নপূরনে সব ধরনের সহযোগিতা করবেন বলে তিনি জানান।

খাদিজার পিতা আলমাস প্যাদা বলেন, তার মেয়ের লেখাপড়ার জন্য এমপি সাহেব যে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাতেই তিনি খুশি এবং কৃতজ্ঞ। এখন আর মেয়ের শিক্ষার জন্য তাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না।