রাজশাহীতে মিনু, বুলবুল, নাদিমসহ ৫৫ জনের বিরুদ্ধে চার্জশিট

কাজী শাহেদ, রাজশাহী: রাজশাহীতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার অভিযোগে বিএনপির যুগ্মমহাসচিব মিজানুর রহমান মিনু, জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা ও সদ্য সাময়িক বরখাস্ত হওয়া রাজশাহী সিটি করপোরেশন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৫৫ জনের নামে সোমবার আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।

গত ৩১ মে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আশিকুর রহমান অভিযোগপত্রটি দেন।

চার্জশিটে নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের নামও রয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আশিকুর রহমান জানান, গত ২০ জানুয়ারি শিশির পরিবহনের একটি বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে পুলিশি নিরাপত্তায় ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। বাসটি রাজশাহী স্টপেজে পৌঁছালে সেখানে নিরাপত্তায় পুলিশ ছিল না। পরে পুলিশি নিরাপত্তা ছাড়াই বাসটি ছেড়ে দেওয়া হয়।

ভদ্রা রেশম ভবনের সামনে আসলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে বাসটির সামনের বিভিন্ন অংশের কাঁচ ভাঙতে শুরু করলে চালক গতি থামিয়ে দেন। তখনই দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোঁড়ে।

এসময় ওই বাসের বাম পাশের সিটে বসা আম্বিয়া বেগম (৪০) নামে এক যাত্রী পেট্রোল বোমাটি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তার দুই হাত পুড়ে যায়, ঝলসে যায় মুখমন্ডল। দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে গেলে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় ওইদিন পুলিশ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনের নামে মামলা করে। মামলাটি তদন্ত শেষে বিএনপি নেতাকর্মীদের নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে।