চোরাচালানে সম্পৃক্ততার অভিযোগে দিনাজপুরের ৩১ পুলিশের বিরুদ্ধে তদন্ত শুরু

রতন সিং, দিনাজপুর: পার্বতীপুর-ঢাকা রেলওয়ে রুটে চোরাচালানে সহায়তা করার অভিযোগে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে পার্বতীপুর জিআরপি থানার ওসি লুৎফর রহমানসহ ৩১ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলার তদন্ত শুরু হয়েছে।

তবে দিনাজপুরের পার্বতীপুর থানার ওসি পুলিশ পরিদর্শক লুৎফর রহমানের নিকট এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা বিষয়ে জানেন না বলে জানান।

অপরদিকে পার্বতীপুর রেলওয়ে জংশনের ম্যানেজার আশরাফুল ইসলাম জানান, সরকারের একটি গোয়েন্দা সংস্থা পার্বতীপুর-ঢাকা রেলওয়ে রুটে জিআরপি পুলিশের সহায়তায় চোরাই পণ্য, মাদকদ্রব্য ও অন্যান্য অপরাধজনক পণ্য পরিবহন হয় বলে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রতিবেদন প্রেরণ করে। ওই প্রতিবেদনের আলোকে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি অভিযোগের বিষয় ওইসব পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ওই প্রতিবেদনে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকার থানাগুলোর কতিপয় পুলিশ সদস্য, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সীমান্ত এলাকার চোরাচালানের গডফাদারদের নাম উল্লেখ করে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগের ২৬টি থানার ১৩৩ জন পুলিশ সদস্য চোরাচালান কাজের সাথে সরাসরি জড়িত বলে তথ্য প-রমাণসহ প্রতিবেদন পেশ করা হয়েছে। প্রতিবেদনে দিনাজপুরের পার্বতীপুর জিআরপি থানার ওসি পুলিশ পরিদর্শক লুৎফর রহমান, এসআই মো. নাজমুল হোসেন ও আব্দুল হান্নান, এএসআই বেলাল ও দেলোয়ার হোসেন এবং ২৬ জন কনস্টেবলের নাম রয়েছে। এছাড়া ওই প্রতিবেদনে হাকিমপুর থানার ওসি মোকলেসুর রহমান ও থানার পাঁচজন কনস্টেবল এবং হাকিমপুর জিআরপি থানার দুজন সহকারী টিএসআই ও ছয়জন কনস্টেবলের নাম উল্লেখ রয়েছে।

চোরাচালানের গডফাদার হিসেবে হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী চুড়িপট্টি এলাকার মঞ্জুর আলম ও নওপাড়া গ্রামের শরিফুল ইসলামের নেতৃত্বে বিস্ফোরক ও অস্ত্র পরিবহনের মতো গুরুতর অপরাধ হয় বলে উল্লেখ রয়েছে। প্রতিবেদনের আলোকে অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়েছে।

সাপের কামড়ে দুজনের মৃত্যু

দিনাজপুরে সাপের কামড়ে দুজন মারা গেছে। সদর উপজেলার হঠাৎপাড়া মহল্লার গফুর আলীর ছেলে সোহাগকে (১৭) মঙ্গলবার সকালে ঘুমন্ত অবস্থায় সাপ কামড়ে দেয়। তাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। সোহাগ পৃথিবী বুক স্টলের কাজ করত।

বীরগঞ্জ উপজেলার জগদল গ্রামের আব্দুল লতিফের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) সোমবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে তাকে সাপে ছোবল দেয়। আনোয়ারাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।