আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): মধুপুর শহরের বৈদ্যুতিক জেনারেটরের একটি ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুনে প্রায় ৫০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে ওই জেনারেটর ব্যবসায়ী জানান। বিদ্যুৎ না থাকলে এ জেনারেটরের মাধ্যমে আশপাশের দোকান ও প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করা হতো।
বুধবার সকালে মধুপুর বাসস্ট্যান্ড এলাকার জামালপুর রোডে নজরুল ইসলাম বাবুলের জেনারেটর ঘরে আগুন লাগে। আগুন ছড়িয়ে ওই ঘরসহ পাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। বিদ্যুৎ না থাকায় জেনারেটরটি চালু করা হয়েছিল। জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জেনারেটর সেন্টারের কর্মী আলাউদ্দিনসহ প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে জেনারেটর হঠাৎ বিকট শব্দ করে। এ সময় নিয়ন্ত্রণ বোর্ড থেকে আগুন শিখা ঝরতে থাকে। জেনারেটরের তেলে আগুন লেগে দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। বহুদূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়।
জেনারেটরসহ ওই ঘরের সব কিছু আগুন লেগে পুড়ে যায়। এছাড়া মোটরসাইকেল, টিভিসহ দামি জিনিসপত্র পুড়ে যায়। মধুপুর ফায়ার স্টেশনের সাব স্টেশন কর্মকর্তা আলাউদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালু জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।