মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নিকলীর মুসলেম প্রধান গ্রেপ্তার

মোস্তফা কামাল, কিশোরগঞ্জ: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে নিকলীর মুসলেম প্রধানকে (৬৬) পুলিশ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ থেকে নিকলীর রাজাকার কমান্ডার সৈয়দ মোহাম্মদ হুসাইন (৬৫) ও তার সহযোগী মৃত শেখ লাভু মিয়ার ছেলে মুসলেম প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পুলিশ তাকে গ্রেপ্তার করে বিকেলে ঢাকায় পাঠায়।

Kishoreganj war criminal arrested
গ্রেপ্তারকৃত মুসলেম (হলুদ জামা)।

তবে মুসলেমের ছেলে দীন ইসলাম বাচ্চু (৪৫) জানান, সোমবার রাতেই তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাকে মঙ্গলবার বিকেল পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানার হাজতে রাখা হয়।

মুক্তিযুদ্ধের সময় রাজাকার কমান্ডার সৈয়দ মোহাম্মদ হুসাইনের সহযোগী হিসেবে মুসলেম প্রধান হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে।

তদন্তকাজে বাধা প্রদান ও সাক্ষীদেরকে ভয়-ভীতি দেখানো হচ্ছে বলে প্রসিকিউটর ড. তুরিন আফরোজ  ট্রাইবুনালে অভিযোগ জানান। এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানালে ট্রাইবুনাল তা মঞ্জুর করেন।

মুসলেম প্রধানের ছেলে বাচ্চু আরো জানান, গ্রেপ্তারকৃত মুসলেমের বড় ভাই প্রয়াত আবু মিয়া ও ছোট ভাই ইদ্রিছ আলী মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তখন পরিবারকে বাঁচানোর জন্যই মুসলেম রাজাকার হয়েছিলেন।