প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে তিন দফা দাবিতে আট ঘণ্টা ধর্মঘট পালন করেছে ব্যাটারিচালিত অটোরিকশা চালক সমিতি। বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধর্মঘট পালন করে তারা। সিটি করপোরেশন ৭৫০ টাকার রেজিস্ট্রেশন ফি দুই হাজার টাকা করায় তারা এ সিদ্ধান্ত নেন। তবে ধর্মঘটের কারণে রাজশাহী সিটি কর্পোরেশন আগের নির্ধারিত ফি নেওয়ার সিদ্ধান্ত নিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
রাজশাহীর ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতা রাশেদুল ইসলাম জানান, আগে রেজিস্ট্রেশন ফি ৭৫০ টাকা ছিল। এক লাফে সেই ফি দুই হাজার টাকা করা হয়েছে। এ কারণে তারা ধর্মঘট পালন করেছেন।