শ্রমিকদের বেতন-ভাতা-বোনাসের দাবিতে রংপুরে মানববন্ধন-সমাবেশ

রংপুর থেকে জয়নাল আবেদীন: সকল স্তরের শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস ১০ জুলাইয়ের মধ্যে প্রদানের দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট রংপুর শাখার শ্রমিকরা।

04
শ্রমিকদের বেতন-ভাতা-বোনাসের দাবিতে রংপুরে মানববন্ধন-সমাবেশ

বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে শ্রমিকনেতৃবৃন্দ বলেন, প্রতিটি প্রতিষ্ঠানে শ্রমিকরা কঠোর পরিশ্রম করে মালিক পক্ষকে মোটাতাজা কওে, অথচ সেই মালিকরা শ্রমিকদের ন্যুনতম মজুরিটুকু সঠিক সময়ে দেয়না।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট রংপুর মহানগরের আহবায়ক মাজেরুল ইসলাম দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস, বাসদ নেতা মমিনুল ইসলাম এবং প্রভাষক অমল সরকার।