শ্রীবরদীর কুড়িকাহনিয়া আওয়ামী লীগের ইফতার মাহফিল

প্রতিনিধি, শেরপুর: এলাকাবাসীর সম্মানে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ইফতার মাহফিলের আয়োজন করেছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভার পর ইফতার মাহফিল অনুষ্ঠিত।  ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মুহম্মদ খুররম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীবরদী সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শহিদুর রহমান ছুডি।