আবুধাবিতে যুবলীগের আলোচনা সভা

abudhabi awami leage
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রমজান উপলক্ষে আলোচনা সভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস অধ্যাপক ড. জমির চৌধুরী। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী সেলিমের সঞ্চালনায় এ আয়োজনে সভাপতিত্ব করেন বশির ভূইঞা। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন।