কুলাউড়ায় ভেজালবিরোধী অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

আজিজুল ইসলাম, মৌলভীবাজার: ভেজালবিরোধী টাস্কফোর্স অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার চারটি হোটেল ও একটি মুদি দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ ও স্বাস্থ্য বিভাগ ভেজালবিরোধী যৌথ এ অভিযান পরিচালনা করে।

টাস্কফোর্স সূত্রে জানা যায়, অপরিছন্নতা, পচা-বাসি খাবার সংরক্ষণের জন্য ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে হাকালুকি রেস্টুরেন্টকে ৫০০ টাকা, ইস্টার্ন রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, পাকশি রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, সিকন্দর স্টোরকে ২ হাজার টাকা, শাহপরান রেস্টুরেন্টকে ৫০০ টাকা টাকা জরিমানা করা হয়।