নালিশ করায় বখাটের নির্মম প্রতিশোধ, কলাপাড়ায় মা-মেয়েকে কুপিয়ে জখম

মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): উত্যক্ত করার অভিযোগ করায় বাসায় ঢুকে দশম শ্রেণির এক ছাত্রী এবং তার মাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করেছে এক বখাটে। কলাপাড়ার ধানখালী গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত স্কুলছাত্রী সুখী (১৫) ও তার মা আজিমুন্নেছা বেগমকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্কুলছাত্রীর চাচা জলিল হাওলাদার জানান, কলাপাড়া আশরাফ একাডেমির ছাত্রী সুখীকে গত দুই বছর ধরে স্কুলে আসা-যাওয়ার পথে বিভিন্ন অশ্লীল প্রস্তাব দিয়ে উত্যক্ত করত একই এলাকার সলেমান গাজীর ছেলে শুভ গাজী (২৭)। মঙ্গলবার বিকেলে বাসার সামনের রাস্তায় সুখীকে উত্যক্ত করে শুভ। এ নিয়ে সুখীর মা শুভর বাবার কাছে নালিশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শুভ বাসায় ঢুকে তাদের কুপিয়ে জখম করে। এ সময় তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে শুভ পালিয়ে যায়।

সুখী জানান, এমন কোনও দিন নেই যেদিন স্কুলে যাওয়ার পথে শুভ তাকে বাজে কথা বলেনি। বিষয়টি শিক্ষকদের জানালেও তারা কোনও পদক্ষেপ নেয়নি। এর আগে জেএসসি পরীক্ষা কেন্দ্রে  বোনকে পৌঁছে দেওয়ার সময় অশ্লীল মন্তব্য করায় সময় তার ভাই শাহীন প্রতিবাদ করে। এ কারণে তাকেও পিটিয়ে আহত করে শুভ ও তার বন্ধুরা।

ধারালো অস্ত্রের আঘাতে সুখীর কপাল ও চোখের উপর ফেটে গেছে। রোলারের আঘাতে সারা শরীর কালচে বর্ণ হয়ে গেছে। আজিমুন্নেছা বেগমের মাথা ফেটে গেছে। শরীরের বিভিন্ন স্থানে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন।

আজিমুন্নেছা বেগম বলেন, প্রায়ই রাতেই শুভ বাসায় এসে জানালা দিয়ে ঢিল ছুড়ত। কাপড় ধরে টান দিত। এ বিষয়টি একাধিকবার শুভর বাবার কাছে জানালেও কোনও পদক্ষেপ না নেওয়ায় আজ বাসায় হামলা করেছে। শুভর কারণে এলাকার কোনও মেয়ে শান্তিতে স্কুলে যেতে পারে না। শুভর বখাটেপনার কারনে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। এ ঘটনায় মামলা করবেন বলে তিনি জানান।

এ ব্যপারে শুভ ও তার বাবা সলেমান গাজীর সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।

কলাপাড়া থানার ওসি মো. আজিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানান।