দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরের সদর উপজেলার মুরারীপুরে নৌকা থেকে নদীর পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মতুর্জা রহমান বাবুকে (২৮) হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পল্লী চিকিৎসক মাজেদুর রহমানকে আটক করেছে।
বিরল থানার ওসি আব্দুল হাই জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে মুরারীপুর গ্রামের পার্শ্ববর্তী পুর্ণভবা নদীর লালমাটিয়া ঘাটে নদীতে এই ঘটনা ঘটে। পানিতে ডুবে নিহত মর্তুজা রহমান বাবু বিরল উপজেলার মুরারীপুর গ্রামের ওসিমুদ্দিনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে নিহত মর্তুজা রহমান বাবু বিরল উপজেলার পুনর্ভবা নদীর লালমাটিয়া ঘাটে নৌকাযোগে নদী পাড় হচ্ছিল। এ সময় ওই নৌকায় একই গ্রামের পল্লী চিকিৎসক মাজেদুর রহমান যাচ্ছিল। নৌকায় পাড় হওয়ার সময় বাবু ও মাজেদুরের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মাজেদুর বাবুকে ধাক্কা দিয়ে নৌকা থেকে নদীতে ফেলে দেয়। বাবু সাতার না জানার কারণে নদীর পানিতে ডুবে যায়। পরে তার আত্মীয়-স্বজন নদীতে খোঁজাখুঁজি করে নিহত বাবুর লাশ উদ্ধার করে।
ঘটনার সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বিকেলে বাবুর লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মাজেদুর রহমানকে আটক করেছে। এ ব্যাপারে বিরল থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।