মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান: মধুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১৯টি মামলা দায়ের ও ৪৮হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেছে। এ ছাড়াও শহরে ৫০টির অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে ভ্রম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসিল্যান্ড রেবেকা সুলতানা অভিযান চালান। অভিযান চলাকালে থানার ওসি মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সহযোগিতা করেন।