গফরগাঁওয়ে ব্যবসা-প্রতিষ্ঠানে আগুনে, ৭ লাখ টাকার ক্ষতি

গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল নতুনবাজারে শফিক ঢালী মালিকানাধীন একটি ব্যবসা-প্রতিষ্ঠন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার রাত অনুমান দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা হবে বলে দোকানের মালিক শফিক ঢালী জানান। স্থানীয় লোকজনের ধারণা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।