দিনাজপুরে পৃথক ঘটনায় ২ জন নিহত

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে পৃথক দুই ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধসহ দুই জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ব্যাপারে থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম জানায়, শনিবার সকালে সদর উপজেলার পশ্চিম শিবরামপুর (ডাঙ্গাপাড়া) গ্রামের জামাল হোসেনের ৮ বছর বয়সের শিশু পুত্র সজিব টিভির লাইন দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

অপরদিকে ঘটনায় শুক্রবার বিকেলে সদর উপজেলার কালিকাপুর গ্রামে মজির উদ্দীনের ছেলে খলিল উদ্দীন (৭০) বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়। আহত খলিলকে সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় খলিল মারা যায়। নিহত দুই জনের লাশ বিকেলে দিমেক হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।