মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৮টি গ্রামের ৮ শত ৮৬ জন গ্রাহক নতুন বিদ্যুৎ সংযোগ পেলেন। শুত্রবার রাতে সাড়ে ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে এ নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক খাদ্যমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলার পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, পল্লী বিদ্যুৎ এর জেনারেল ম্যানেজার আ. রশিদ মৃধা, সহকারী জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান, শামিম কাওসার, আব্দুস সবুর, রফিকুল ইসলাম তালুকদার, সাইফুল ইসলাম, খন্দ. বজলুর রহমান প্রমুখ।
নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়া গ্রামগুলো হলো-বানিয়াজান ইউনিয়নের নাথের পাড়া, যদুনাথপুর ইউনিয়নের ছাত্তার কান্দি, আত্রামবাড়ী, কাওয়ালিয়া, চরপাড়া, মির্জাপুর, ধোপাখালী ইউনিয়নের বলিয়াবাড়ী ও মঠবাড়ী গ্রাম।