রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর পবায় ছয় বছরের শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে বাবা। নিহত শিশুর নাম আদনান হোসেন। পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের চক দর্শনপাড়া গ্রামে শনিবার ভোরে এ লোমহর্ষক ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পবা থানা পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির বাবা জসিম উদ্দিনকে গ্রেফতার করে।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন পুলিশকে জানিয়েছে বিদেশ যাওয়ার জন্য কিছুদিন আগে তার স্ত্রীর বড় ভাইকে আড়াই লাখ টাকা দেন। কিন্তু তার বিদেশ যাওয়া হয়নি। পরে জসিম উদ্দিন ওই টাকার জন্য স্ত্রী এবং তার ভাইকে চাপ দেন। কিন্তু টাকা দিতে দেরি হওয়ায় এক সপ্তাহ আগে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। এ সময় তার ছেলে আদনান তার কাছেই থেকে যায়। কিন্তু গতকাল ভোরে হঠাৎ জসিম উদ্দিন নিজ সন্তানকে হত্যা করেন।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন হত্যাকা-ের কথা স্বীকার করেছে। দুপুরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে।