“নারী ও শিশু সবার আগে, বিপদে দুর্যোগে প্রাধান্য পাবে” এই পতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও শ্রেষ্ঠকর্মী এবং প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদানের মধ্যে দিয়ে রংপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সকালে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর রংপুর সদর হাসপাতালে সিভিল সার্জন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচলক ডা. মো: শফিকুল হক, ডা: ইয়াসমিন আরা হক চন্দনা, সিভিল সার্জন ডা: মোজাম্মেল হেসেন।
অনুষ্ঠানে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা উপজেলা, ইউনিয়ন, বিভিন্ন সংগঠনসহ মোট ২১ জনকে পুরস্কৃৃত করা হয়।