দুই অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব, ৪ অপহরণকারী গ্রেফতার

রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে শনিবার মধ্যরাতে র‌্যাব দুইজন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে এবং ৪ অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে।

দিনাজপুর র‌্যাব ১৩ ক্যাম্প কমান্ডার এএসপি মো. দোলন মিয়া জানান, র‌্যাব সদস্যদের একটি দল সদর উপজেলার উথরাইল গ্রামে সামসুল হক বুদুর বাড়ীতে অভিযান চালিয়ে দুইজন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন জয়পুরহাট জেলার কালাই উপজেলার মুলগ্রামের আব্দুস সাত্তারের পুত্র সাদেক আলী (৩৫) ও একই গ্রামের আব্দুল হালিমের পুত্র আলাউদ্দীন (২৫)।

নয় দিন ধরে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবীতে আটক রেখে নির্যাতন করা হয়েছে বলে দোলন মিয়া  জানান।

এব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আটক চার জন অপহরণকারী সদর উপজেলার উথরাইল গ্রামের সিরাজ উদ্দীনের পুত্র সামসুল হক বুদু (৪০), সাইদুর রহমানের পুত্র সাইফুর রহমান (৪৮), সফিকুর রহমানের পুত্র সহিদুল ইসলাম (৪৪), রসুলপুর গ্রামের মহররম আলীর পুত্র নুর ইসলাম (২৮)।

জানা গেছে সাদেক আলী ও আলাউদ্দীন গত ২ জুলাই বেড়ানোর জন্য সদর উপজেলার উথরাইল গ্রামের মজিবর রহমানের বাড়িতে আসে। সেখানে একদিন থেকে পর পরদিন ৩ জুলাই তারা মজিবরের বাড়ী থেকে বের হয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথে অপহরণকারীরা তাদের জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে সামসুল হক বুদুর বাড়ীতে মুক্তিপনের দাবীতে আটকে রখে।

পরে ফোনে তাদের পরিবারের কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে তারা। সাদেক আলীর স্ত্রী শাহনারা বেগম শনিবার দিনাজপুর র‌্যাব ক্যাম্পে এসে এ সংক্রান্ত অভিযোগ করেন।

এই ঘটনায় শাহনারা বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে।