মংলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জাহিবা হোসাইন, মংলা: মংলায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব থেকে বের হওয়া র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Mongla 11-07-15 01
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে উপজেলা অফিসার্স ক্লাব থেকে বের হওয়া র‌্যালী।

পরে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আলী প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুল্লাহ গালিব, শিশু বিশেষজ্ঞ ডা. তরুন কান্তি দাস ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ. আলিম।

এছাড়াও সভায় ইউনিয়ন স্বাস্থ্য কর্মীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।