গফরগাঁওয়ে চাঁই কেনার ধুম

গফরগাঁও (ময়মনসিংহ) থেকে  আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছ ধরার উপকরণ বাঁশের তৈরি চাঁই কেনার ধুম পড়েছে। গত কিছুদিনের একটানা বর্ষণে গ্রামের পুকুর, নদী, খাল-বিল, ডোবা-নালা, পানিতে টইটুম্বর। মাছও পাওয়া যাচ্ছে প্রচুর। সাথে সাথে গ্রামের হাট বাজারে বিক্রি বাড়ছে মাছ ধরার উপকরণের। প্রতিদিন বিক্রি হচ্ছে শত শত চাঁই।

gafargaon pic.3.13.07.2015
সালটিয়া বাজারে চাঁই কিনছেন ক্রেতারা

উপজেলার সবচেয়ে বড় হাট সালটিয়া বাজারে সোমবার এমন দৃশ্যই চোখে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৬/১৭ জন চাঁই তৈরির কারিগর এসেছেন তাদের উৎপাদিত চাঁই বিক্রি করতে। ক্রেতা-বিক্রেতার দর কষাকষিতে বাজারের অবস্থা রমরমা। উপজেলার ষোলহাসিয়া গ্রাম থেকে আসা চাঁই বিক্রেতা সুলেমান মিয়া (৩৮) জানান, চাহিদা বাড়ায় যে চাঁই গত সপ্তাহে ৭০ ও ১২০ টাকায় বিক্রি হয়েছে তা এ সপ্তাহে ১০০ এবং ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। চাঁই বিক্রেতা রমজান মিয়া (৬৮) জানায় একটি ১২০/১৩০ টাকার দামের বাঁশ দিয়ে ছোট বড় ৪/৫ টি চাঁই তৈরি করা যায়।

চাঁই কিনতে আসা দীঘা গ্রামের শাহজাহান মিয়া জানায়, সাধারণত হাঁটু পানি প্রবাহিত খাল, নালা-ডোবা, খেত খামারে দেশীয় পুঁটি, কইসহ ছোট ছোট মাছ ধরার জন্য চাঁই ব্যবহার করা হয়। বাসুটিয়া গ্রামের জসিম উদ্দিন ১০টি চাঁই কিনেছেন। তিনি জানান, বর্তমানে খাল-বিলে প্রচুর মাছ দেখা যাচ্ছে। আর এ কারনে চাঁই এর চাহিদা ও দাম বেড়েছে।

চাঁই এর বাজারের ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে, শুধু মৎস্যজীবী নয় সব শ্রেণি, পেশার মানুষ চাঁই ব্যবহার করে মাছ শিকার করে। তাই বৃষ্টি-বাদলার দিনে বেড়ে যায় চাঁই এর কদর। মৌসুমী এ চাঁই ব্যবসাকে পুঁজি করে অনেকে সারা বছরের সংসারের খরচ চালানোর মত বাড়তি রোজগার  করে থাকেন।