রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সোমবার সকালে সাড়ে ৬শ হতদরিদ্র সুবিধা বঞ্চিত শিশুর মাঝে ঈদবস্ত্র এবং ১০ টাকা করে সেলামি বিতরণ করা হয়েছে। রংপুর নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছল পরিবারের শিক্ষার্থী সস্তানদের নিয়ে গঠিত সংগঠন স্পৃহা এই নতুন কাপড় বিতরণের উদ্দ্যোগ গ্রহণ করে।
এর আগেও এই সংগঠনটি বঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব পালন করে।