রংপুর থেকে জয়নাল আবেদীন: ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১২৬ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মীত ১৬ কিলোমিটার দৈর্ঘের রংপুর চার লেন মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ঢাকা গণভবন থেকে একযোগে দেশের ৩টি সড়ক উদ্বোধনের মধ্যে রংপুর ছিল একটি।
রংপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষ থেকে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে যোগ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সড়ক ও যোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল জলিল, সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, সাংসদ হোসনে আরা ডালিয়া, জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, আওয়ামী লীগের জেলা সম্পাদক রেজাউল করিম রাজু।
এ সময় সিটি মেয়র রংপুরে গ্যাসের দাবি তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের উন্নয়নে তার বিভিন্ন পদক্ষেপের কথা জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহান আরা বেগম, বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত, ডিআইাজ হুমায়ুন কবীর, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাগণসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।