বগুড়া প্রতিনিধি: সিলেটে কিশোর সামিউল আলম রাজনকে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও শিশু কিশোর মেলার সদস্যরা।
মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্কয়ার মোড়ে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্রফ্রন্ট জেলা সভাপতি কিবরিয়া হোসেন।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি দিলরুবা নূরী, সাধারণ সম্পাদক শ্যামল বর্মন, ছাত্রফ্রন্ট নেতা রাধারানী বর্মন, মাসুকুর রহমান, আল আমিন প্রধান তারেক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, কিশোর সামিউলকে যেভাবে হত্যা করা হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। এই হত্যার মধ্য দিয়ে যেমন দেশের আইন শৃংখলার অবস্থা প্রকাশিত হয়েছে, তেমনি সমাজের মানবিক মূল্যবোধের চিত্র ফুটে উঠেছে। এই সমাজ ব্যবস্থা থেকে বেড়িয়ে আসতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তরা রাজন হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির দাবি করেন।
