রতন সিং, দিনাজপুর: হিলি সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ২৫২ কেজি কচ্ছপের শুঁটকি ও সাড়ে ৩ হাজার পিস চকলেট বোমা উদ্ধার করেছে।
জানা গেছে, বুধবার সকালে হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বিজিবির অভিযানে পাঁচটি বস্তা উদ্ধার করা হয়। বস্তায় ২৫২ কেজি কচ্ছপের শুঁটকি পাওয়া যায়। শুঁটকির মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা।
ভারত থেকে চোরাইপথে কচ্ছপের শুঁটকি বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা। অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যায়।
দুপুরে হাকিমপুর মংলা বিজিবি ক্যাম্পের পাশে দিয়ে কয়েকজন চোরাকারবারি ভারত থেকে পোটলা নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া করে। চোরাকারবারিরা চারটি পোটলা ফেলে ভারত সীমানায় পালিয়ে যায়। ওই পোটলা থেকে সাড়ে ৩ হাজার পিস চকলেট বোমা (পটকা) উদ্ধার করেন। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে হাকিমপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।