বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: কমলনগরে বজ্রপাতে কামরুল ইসলাম (৯) নামে এক শিশু মারা গেছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকায় সে মারা যায়।
কামরুল ওই এলাকার আজাদ উদ্দিনের ছেলে এবং মতিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
চরকালকিনি ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান লিটন জানান, ঝড়-বৃষ্টি শুরু হলে কামরুল বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে যান। ওই সময় বজ্রপাত গরুসহ কামরুল ঝলসে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।
সাংসদের পক্ষ থেকে ঈদের পোশাক উপহার পেল ১২ হাজার দুস্থ
ঈদ উপলক্ষে রামগতি ও কমলনগর উপজেলার ১২ হাজার দুস্থকে ঈদের পোশাক দেওয়া হয়েছে। সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লা আল-মামুনের পক্ষ থেকে এসব পোশাক উপহার দেওয়া হয়।
রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ জানান, ঈদ উপলক্ষে স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে গত পাঁচদিনে উপজেলার আটটি ইউনিয়নের সাত হাজার দুস্থকে শাড়ি ও পাঞ্জাবি দেওয়া হয়েছে।
সংসদ সদস্য আব্দুল্লা আল-মামুনের কমলনগর উপজেলায় দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি এ্যাডভোকেট আনোয়ারুল হক জানান, উপজেলার নয়টি ইউনিয়নের পাঁচ হাজার গরিব ও দুস্থের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।