মোটরসাইকেলের ধাক্কায় গোপালগঞ্জে নারীর মৃত্যু

হায়দার হোসেন, গোপালগঞ্জ: মোটরসাইকেলের ধাক্কায় হুমায়রা বেগম (৪৫) নামে এক নারী মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি দক্ষিণ পাড়া গ্রামের ফরিদ শেখের স্ত্রী।

গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানিয়েছেন, হুমায়রা বেগম ভ্যানে চড়ে কাঠিবাজার  থেকে ভবানীপুর মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান এবং মোটরসাইকেলটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর হুমায়রাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।