রাজন হত্যার বিচার চেয়ে কাউখালী খেলাঘরের মানববন্ধন

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): সিলেটের কিশোর রাজনের হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছে কাউখালীর আঞ্চলিক খেলাঘর আসরের শিশু-কিশোররা। বুধবার সকালে উপজেলা পরিষদসংলগ্ন রাস্তায় খেলাঘরের শতাধিক শিশু-কিশোর, সংগঠক ও শুভানুধ্যায়ী ঘন্টাব্যাপী এজন্য মানববন্ধন করে।

মানববন্ধনhuman chain in kawkhali for Rajonশেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও আঞ্চলিক খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সুব্রত রায়, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য এ্যাডভোকেট আনোয়ার হোসেন তালুকদার, সূর্যোদয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ও জাতীয় পরিষদ সদস্য লিটন কৃষ্ণ কর,  সহ-সভাপতি এডভোকেট কমল কৃষ্ণ মুখার্জী, উত্তরায়ন খেলাঘর আসরের সহ-সভাপতি সুনীল চন্দ্র কুন্ডু,  আঃ লতিফ খসরু,  সুজন আইচ,  মোঃ জসিম উদ্দীন,  মোঃ সুমন প্রমুখ।

বক্তারা বলেন, যারা রাজনকে নৃশংসভাবে হত্যা করেছে তারা যাতে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে সে বিষয়ে আইন-প্রয়োগকারী সংস্থাকে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা দ্রুতবিচার ট্রাইব্যুনালে এই বিচার নিষ্পত্তির জন্য দাবি জানান।

বার্তা প্রেরকঃ

কাউখালী,পিরোজপুর।