শেরপুরে ইংরেজি বিষয়ের ওপর শিক্ষক প্রশিক্ষণ

প্রতিনিধি, শেরপুর: শিক্ষার গুণগত মানোন্নয়নে শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে। ওয়ার্ল্ডভিশন শেরপুর এডিপির শিক্ষা প্রকল্প দুই দিনের এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে ইংরেজি বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক সামশাদ জাহান।

Teachers Training in Sherpur
প্রশিক্ষণের একটি অধিবেশনের দৃশ্য।

প্রশিক্ষণে সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়র ২৫ জন শিক্ষক অংশ নেন।

প্রকল্পের সমন্বয়কারী সুজিত বানোয়ারী জানান, প্রশিক্ষণে ইংরেজি বিষয়ে পঠন, শিখন, বাক্যগঠন ও উচ্চারণ সম্পর্কে ধারণা দেওয়া হয়। এতে শিক্ষকদের ইংরেজি বিষয়ে দক্ষতা বাড়বে। এটা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানে সহায়ক হবে। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি নিয়ে ভীতি দূর হয়ে ইংরেজিতে কথা বলা ও লেখা সহজ হবে।

ঝযবৎঢ়ঁৎ-২ (চড়ষরপব ঊরফ ঈষড়ঃযং উরংঃৎরনঁঃরড়হ ঘবংি)

(ছবি আছে)

দরিদ্রদের ঈদের পোশাক দিয়েছে জেলা পুলিশ

শেরপুরে দরিদ্র-অসহায় মানুষের মাঝে ঈদের পোশাক উপহার দিয়েছে জেলা পুলিশ। বুধবার দুপুরে শেরপুর পুলিশ লাইন্স প্রাঙ্গণে এ ঈদ বস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার মো. মেহেদুল করিম।

এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপারের পত্নী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ, সদর থানার ওসি মাজহারুল করিম, ওসি (তদন্ত) মাহফুজুর রহমানসহ জেলার বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তারা।

Sherpur Police Cloth Distribution
দরিদ্রদের পোশাক উপহার দিচ্ছেন শেরপুরের পুলিশ সুপার।

পুলিশ সুপার জানান, জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিজস্ব তহবিল থেকে এক হাজার ৩০০ নারী-পুরুষকে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়।