জয়নাল আবেদীন, রংপুর: নগরীর ক্যান্ট রোডে র্যাবের ক্রসফায়ারে সুমন এবং মানিক নামের দুই ভাই মারা গেছে । র্যাব জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে ডিএডি আতিকের নেতৃত্বে র্যাবের একটি দল রংপুর নগরীর বিভিন্নস্থানে টহল দেওয়ার সময় ক্যান্ট রোডে তাদের দেখে চ্যালেঞ্জ করে। তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি করলে তারা নিহত হয়।
এসময় র্যাবের দুই সদস্যও আহত হয়েছে বলে জানায় র্যাব। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্র্তি করা হয়েছে।
সুমন ও মানিকের বাবার নাম আব্দুল মালেক। তাদের বাড়ি নগরীর খলিফাপাড়ায় বলে জানা গেছে। তাদের নামে বহু অভিযোগ রয়েছে বলে জানায় র্যাব।