বগুড়ায় বাস উল্টে একজন নিহত

প্রতিনিধি, বগুড়া: শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত এবং চারজন আহত হয়েছে। শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম (৩০) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়ামীর গ্রামের ফয়জার রহমানের ছেলে।

স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের চিকিৎসা চলছে। তাদের অবস্থা তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

পুলিশ জানায়, ঢাকা থেকে যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো জ ১১-১৪৩৩) ৩০ জন যাত্রী নিয়ে গাইবান্ধা যাচ্ছিল। ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই শাহ আলম মারা যায়।