বাগেরহাটে ডাকাতদের হামলায় নারী আহত, দু’বার ডাকাতির শিকার একই পরিবার

প্রতিনিধি, বাগেরহাট: সদর উপজেলার খানপুরের রনজিৎপুর গ্রামের বিকাশ দেবনাথের বাড়িতে বুধবার সন্ধ্যারাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের বেপরোয়া প্রহারে বিকাশ দেবনাথের স্ত্রী গীতা রানী দেবনাথ (৫৩) গুরুতর আহত হয়েছেন। তার একটি চোখ প্রায় নষ্ট হয়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

বিকাশ দেবনাথ জানান, সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। তার স্ত্রী একা বাড়িতে ছিলেন। এসময় একদল ডাকাত ঘরে ঢুকে গীতাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেধড়ক মারপিট শুরু করে। চিৎকার দেওয়ার চেষ্টা করলে গীতা রানীকে মাটিতে ফেলে আঘাত করে তার চোখ উপড়ে ফেলতে চেষ্টা চালায়। এতে গীতা রানী জ্ঞান হারান। ডাকাতদল আলমিরা, আসবাবপত্র তছনছ করে মালামাল লুটে নিয়ে চলে যায়।

কয়েক মাস আগে ডাকাতদের হামলায় বিকাশ দেবনাথ জখম হন। দু বছর আগে এ বাড়ি সংলগ্ন আরেকটি বাড়িতে ডাকাতদল হামলা চালিয়ে ব্যবসায়ী বিনয় দাসকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এছাড়া প্রকাশ্যদিবালোকে এই এলাকায় প্রায়ই ছিনতাই ও দস্যুতার ঘটনা ঘটছে। একের পর এক এসব ঘটনায় হিন্দু অধ্যুষিত রণজিৎপুর গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা জানান, অপরাধীদের আটকের জন্য জোর চেষ্টা চলছে। যথাশীঘ্র তাদের আটক করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।