প্রতিনিধি, বগুড়া: ঈদ উপলক্ষে বগুড়ার দুস্থদের জন্য বরাদ্দ করা ভিজিএফ-এর চাল কালোবাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ায় ভিজিএফএর চাল পাচারের সময় পুলিশ ৯০ বস্তা চালসহ ছয়জনকে আটক করেছে। এসব বস্তায় ৪৫০ কেজি চাল রয়েছে।
আটককৃতরা হচ্ছেন ট্রাকচালক আলম, চালের ক্রেতা ছাইফুল ইসলাম, বুলু মিয়া, মোখলেছুর রহমান, রনি মিয়া এবং সাজু মিয়া।
বগুড়া সদর থানার ওসি আবুল বাশার জানান, মাটিডালী ২য় বাইপাস মহাসড়ক দিয়ে ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া সদর থানা পুলিশ চালসহ তাদের আটক করে।
আটককৃতরা পুলিশকে জানায়, সদরের গোকুল ইউনিয়নে দুস্থদের জন্য বরাদ্দ করা ভিজিএফ-এর চাল তারা কম মুল্যে কিনে নিয়েছেন। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। চালগুলো বিতরণের আগেই বিক্রি করা হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে।
বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে বগুড়া সদর উপজেলায় ২৫ হাজার ৭৭২ জন দুস্থের মধ্যে বিতরণের জন্য ২৫৭ দশমিক ৭২ মেট্রিক টন এবং বগুড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ জন দুস্থের জন্য ৪৬ দশমিক ২১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক দুস্থকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা।