রাজন হত্যার বিচার চেয়ে কিশোরগঞ্জে মানববন্ধন

মোস্তফা কামাল, কিশোরগঞ্জ: সিলেটের শিশু সামিউল আলম রাজনকে হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে। আজ দুপুরে ‘হৃদয়ে কিশোরগঞ্জ’ নামে একটি স্থানীয় মানবাধিকার সংগঠন শহরের কালীবাড়ি সড়কে এ মানববন্ধন করে।  এসময় বক্তব্য রাখেন সদর উপজেলার সাবেক ভাইসচেয়ারম্যান ও নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহবায়ক শেখ সেলিম কবীর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, এস হোসেন আকাশ, মনোয়ার হোসাইন রনি, খায়রুল ইসলাম, রঞ্জন মোদক, ছাত্রলীগ নেতা জেড এম কাইয়ুম, মেহেদী হাসান শাকিল, সাইফ রায়হানসহ অন্যরা।

protests against Rajan killing in Kishoreganjবক্তারা রাজনের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং এরকম ঘটনা বাংলাদেশ যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ভূমিকা রাখার আহবান জানান।