রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রতিনিধি, রাজশাহী: বিভাগীয় শহর রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এ ঈদ জামাতে ইমামতি করবেন হযরত শাহ্ মখদুম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ আলী। এছাড়া সকাল সাড়ে ৮টায় নগরীর সাহেব বাজার বড় রাস্তায় এবং একই সময় টিকাপাড়ায় মহানগর ঈদগাহ ময়দানে ঈদের বৃহত্তম জামায়াত অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায়, সিরোইল সরকারি হাইস্কুল ঈদগাহ মাঠে সকাল সোয়া ৮ টায়, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ মাঠে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।